ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

একদিনের ব্যবধানে বেড়েছে ডলারের দাম

একদিনের ব্যবধানে বেড়েছে ডলারের দাম

বাজারে এক সময় ডলারের জন্য হাহাকার ছিল। বৈদেশিক লেনদেন সামলাতে গিয়ে ব্যাংকগুলো ছুটতো এক্সচেঞ্জ হাউসের পেছনে। এখন আর সেই পরিস্থিতি নেই।  ডলার সংকটের কঠিন সময় পার করে বাংলাদেশ এখন এক ধরনের মুদ্রা স্বস্তির মধ্যে প্রবেশ করেছে। যেখানে টাকার মান বাড়ছে, রিজার্ভ বাড়ছে, আর বৈদেশিক বাণিজ্যে শৃঙ্খলা ফিরছে। ব্যাংকগুলোর কাছে এখন পর্যাপ্ত ডলার রয়েছে। শুধু তাই নয়, মার্কিন ডলার এখন মার খাচ্ছে টাকার কাছে। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে ‘অবমূল্যায়নের যুগ’ থেকে ‘স্থিতিশীল বিনিময় হারে’ প্রবেশের সম্ভাবনাই এখন দৃশ্যমান।  ঐতিহাসিক নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছ থেকে বেশি দামে ডলার কিনে কেন্দ্রীয় ব্যাংক মার্কেট ফ্লোর কার্যত তুলে দেওয়ার পর সোমবার এক দিনেই মুদ্রাটির দাম ১.৮ টাকা পর্যন্ত বেড়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে প্রথমবারের মতো ডলার কেনে। এদিন ১২১.৫০ টাকা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর বাণিজ্যিক ব্যাংকগুলো সোমবার রেমিটেন্সের ডলার কেনার ক্ষেত্রে আগেরদিনের ১১৯ টাকা থেকে বাড়িয়ে ১২০.৮০ টাকা পর্যন্ত দাম দিয়েছে।  ব্যাংকাররা বলছেন, গত সপ্তাহে ডলারের দাম প্রায় ৩ টাকা কমে যাওয়ার জেরে নিলামে বেশি দামে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বেশি রেট দিয়ে ডলার কিনে বাজারে দাম বাড়ানোর সিগন্যাল দেয়। সোমবার কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি। তবে বাজারে রবিবারের নিলামের প্রভাব ছিল স্পষ্ট, কারণ ব্যাংকগুলো রেমিটেন্সের ডলার কেনার ক্ষেত্রে দর বাড়িয়ে দেয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ বলেন, ‘আমরা বাজার থেকে কী পরিমাণ ডলার কিনব, তা এখনও নির্দিষ্ট করিনি।