আপনি জানেন কি, যেই টাকা আপনার শারীরিক সুস্থতা ও জীবনযাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসঙ্গ, সেই টাকাই হতে পারে আপনার অসুস্থতার প্রধান কারণ? বিশেষ করে কাগজের নোট—যা প্রতিনিয়ত এক হাত থেকে অন্য হাতে ঘুরে বেড়ায়, আর সঙ্গে ছড়িয়ে নিয়ে যায় হাজারো জীবাণু।