ক্যামেরা অন, প্লেট সামনে, আর “ওয়াও! সুপার টেস্টি!” কয়েক সেকেন্ডের ভিডিওতে তুমুল জনপ্রিয় হয়ে উঠছেন আজকের ফুড ব্লগাররা। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রামে ‘ফুড রিভিউ’ এখন একটা বড় ট্রেন্ড। আর এই রিভিউ দেখে অনেকেই দৌড়ে যাচ্ছেন সেই রেস্টুরেন্টে। স্বাদ নিতে কিংবা ছবির মতো খাবারটা ট্রাই করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই খাবারগুলোর স্বাদ যতই ভালো হোক, স্বাস্থ্য নিয়ে ভাবেন কয়জন ব্লগার?