রূপচর্চা মানেই কিন্তু শুধু চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করা নয়, বরং শরীরের বিভিন্ন অংশের ত্বকের পরিপূর্ণতা ফুটিয়ে তোলা। ঋতুর পালাবদলে বর্তমানে দেশে শরৎকাল চললেও গ্রীষ্মের প্রখর রোদের মতো তাপ অনুভব হচ্ছে শরীরে। এই তীব্র গরম আর ধুলাবালির মধ্যে পুরুষদের বিভিন্ন কাজে প্রতিনিয়ত বাসার বাইরে থাকতে হয়। যদিও পুরুষদের ত্বক মেয়েদের ত্বকের তুলনায় কম স্পর্শকাতর, কিন্তু রুক্ষতা অনেক বেশি।