প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট পাহাড়ি ঢল এবং বন্যায় গত কয়েক দিনে মধ্য ইউরোপের ছয় দেশে ১৯ জন প্রাণ হারিয়েছেন। দেশগুলো হলো- রোমানিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং অস্ট্রিয়া। এই ছয়টি দেশ ছাড়াও বন্যার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে হাঙ্গেরি, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং অস্ট্রিয়ায়। খবর রয়টার্স ও বিবিসির।
বন্যা উপদ্রুত এই ছয় দেশের সরকারি তথ্য অনুযায়ী, গত প্রায় ৫ দিন ধরে চলা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পোল্যান্ড এবং চেক রিপাবলিকের সীমান্তবর্তী নদী-জলাশয়গুলোর পানি বেড়ে উপচে লোকবসতি ডুবিয়ে দিয়েছে। পানির স্রোতে অনেক জায়গায় সেতু ভেঙে পড়েছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।