পৃথিবীতে নানা খেলার নাম আমরা শুনেছি। কিছু খেলা এমন যে শুধুমাত্র ঐ এলাকার ঐতিহ্য প্রকাশ করে।তেমনই একটি ব্যতিক্রমী খেলা হুমগুটি খেলা। ময়মনসিংহে এ খেলাটি জমিদারদের মাধ্যমে গুড়াপত্তন ঘটেছিল প্রায় দুইশত সত্তর বছর পূর্ব থেকে। ১৭৫৮ সর্বপ্রথম স্হানীয় জমিদার এই খেলার আয়োজন করেন স্হানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধনুক মন্ডল এর বুদ্ধিমত্তার সহযোগিতায় ।