ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

তাইওয়ান আমাদের অবিচ্ছেদ্য অংশ, চীনের কড়া বার্তা

প্রকাশিত: ০৪:৫৬, ১৯ জুলাই ২০২৫

তাইওয়ান আমাদের অবিচ্ছেদ্য অংশ, চীনের কড়া বার্তা

ছবি: সংগৃহীত


 
 তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। প্রায়শই দ্বীপ রাষ্ট্রটির চারপাশে চালানো হয় সামরিক মহড়া। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইপের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কারণে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা বাড়ছেই। এরইমধ্যে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এবার সরাসরি বার্তা দিল বেইজিং।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান দাবি করেন, “তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) সরকারের পক্ষ থেকে যত চেষ্টাই করা হোক, ইতিহাস বদলাবে না। তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়।”

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ান। শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে পাল্টা বার্তা দিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট শাওবিখিম। তিনি বলেন, “একতরফা চাপে নয়, সমতার ভিত্তিতেই বিষয়টির মীমাংসা চায় তাইওয়ান।”

শাওবিখিম আরও বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য, প্রযুক্তি বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থ নিয়ে সহযোগিতা বাড়ানোর জন্য আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে রাতদিন কাজ করছে।”

বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই বক্তব্য শুধু তাইওয়ান সরকারের প্রতি নয়, বরং পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতিও একটি সতর্কবার্তা।

শেখ ফরিদ 

×