২০২৪ সালের ৮ জানুয়ারি, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী দুবাইয়ে আফগান তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও দুই পক্ষ ১৪ মাসেরও বেশি সময় ধরে যোগাযোগ চালিয়ে আসছিল, তবে এই সাম্প্রতিক বৈঠকটি এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের সাক্ষাৎ।