তীব্র তাপপ্রবাহ চলছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার দেশটির বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আমিরাতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শারজাহ এমিরেতের আল ধাইদে মঙ্গলবার দুপুর ২টার দিকে তাপমাত্রা ছিল ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটিই এদিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির বেশিরভাগ অঞ্চলেও তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।