
ছবি: সংগৃহীত
টানা কয়েকদিনের বৃষ্টির পর শুক্রবার (১৮ জুলাই) সকালে রাজধানীসহ দেশের অনেক এলাকার আকাশ ছিল পরিষ্কার। তবে এটি সাময়িক স্বস্তি। কারণ মাসজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ জুলাই থেকে সাগরে একটি ঘূর্ণিবায়ুর আবর্তন শক্তি অর্জন করতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায়ও চলবে বজ্রপাতসহ বৃষ্টি। এই পরিস্থিতি তিন থেকে চার দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এছাড়া থেমে থেমে হলেও দেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বিভিন্ন স্থানে। তবে বৃষ্টিপাত হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হবে, বলছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালের বৃষ্টির একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলো একটানা না হয়ে থেমে থেমে হওয়া। এক একটি মেঘমালা পার হওয়ার পর কিছু সময়ের বিরতিতে আকাশে সূর্যের ঝলক দেখা যেতে পারে। এই কারণে দিনের বিভিন্ন সময়ে গরম ও ঠান্ডা মিলিয়ে আবহাওয়া রূপ পরিবর্তন করতে পারে।
শেখ ফরিদ