
ছবি: সংগৃহীত
সকালে চা কিংবা কফি খেতে রান্নাঘরে গিয়ে যদি তেড়ে আসে তেলাপোকা, তাহলে দিনের শুরুতেই বিরক্তি যেন অবধারিত। তবে শুধু বিরক্তির কারণই নয়, তেলাপোকা ছড়াতে পারে নানা রোগজীবাণুও। বিশেষ করে রান্নাঘরের মতো স্পর্শকাতর জায়গায় এর উপস্থিতি হতে পারে স্বাস্থ্যঝুঁকির বড় কারণ। তবে কিছু সহজ কৌশল মেনে চললে রান্নাঘর রাখা সম্ভব তেলাপোকামুক্ত।
তেলাপোকা অন্যান্য পোকামাকড়ের মতো খাবার ও আর্দ্রতার প্রতি অত্যন্ত আকৃষ্ট। সুতরাং রান্নাঘর সবসময় পরিষ্কার এবং শুষ্ক রাখলে এদের থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।
প্রথমেই খেয়াল রাখুন, রান্নাঘরে কোনো ছোট খোলা জায়গা বা গর্ত আছে কিনা। কারণ তেলাপোকা সাধারণত সেখান থেকেই ভেতরে চলে আসে। তাই তেলাপোকা দূরে রাখতে প্রবেশের স্থানগুলো সিল করে দেয়া খুব কার্যকর।
পচনশীল জিনিস বা ফল-সবজি মেঝেতে ফেলে রাখবেন না। তেলাপোকার অন্যতম আকর্ষণ হলো ময়লা ঝুড়ি। তাই রান্নাঘরের আবর্জনা প্রতিদিন ফেলা এবং ঝুড়ি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
তেলাপোকা তাড়াতে ঘরোয়া উপায়ে ব্যবহার করা যেতে পারে তেজপাতা। রান্নাঘরের তাক বা কোনায় তেজপাতা রেখে দিন। এর শক্তিশালী ঘ্রাণ তেলাপোকাকে দূরে রাখতে সাহায্য করে।
আরেকটি ঘরোয়া উপায় হলো বেকিং সোডা এবং চিনি সমান পরিমাণে মিশিয়ে তেলাপোকার আনাগোনার জায়গায় ছিটিয়ে দেয়া। এটি খাওয়ার সঙ্গে সঙ্গেই তেলাপোকার শরীরে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, যা তাদের ধ্বংস করতে সহায়তা করে।
ছোট এসব অভ্যাস এবং ঘরোয়া কৌশল যদি নিয়মিত পালন করা যায়, তবে রান্নাঘর তেলাপোকামুক্ত রাখা সম্ভব একেবারেই সহজভাবে।
শেখ ফরিদ