জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, রাজনীতিবিদরা বা সরকারের সংশ্লিষ্টরা যেটা দেখায়, সেটাই পুরোটা সত্য নয়। তারা আসলে ঘটনাটার একদিক দেখায়, কিন্তু ভেতরের বাস্তবতা আড়াল রাখে। আমরা দেখেছি, রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলেন, কিন্তু ভিতরে ভিতরে তাদের অভ্যন্তরীণ বোঝাপড়া চলে। বাইরে প্রতিপক্ষের মতো দেখালেও, ভেতরে একসাথে ব্যবসা চালান তারা।