জুলাইয়ে আমরা দেখেছি, কীভাবে ছেলে-মেয়েদের রক্তে রাজপথ লাল হয়েছে। জুলাই জাগরণের প্রাণভোমরা ছিল আমাদের মেয়েরা। তারা কেবল আন্দোলনে গলা মেলায়নি, তারা স্লোগান দিয়েছে, নেতৃত্ব দিয়েছে। নারীকে আলাদা করে সম্মাননা দেওয়ার কিছু নেই। তার যা আছে, তাই তাকে দেওয়া হোক। নারীরা যে কাজ করেছে, যে সম্মান অর্জন করেছে, মনে হয় না আর কোনো সম্মাননার প্রয়োজন আছে।