
ছবি: সংগৃহীত
অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তার সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে এই পদক্ষেপ নেওয়া হলো।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে "রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ" চালাচ্ছেন।
ফ্রানচেসকা আলবানিজ দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের অন্যতম জোরালো প্রবক্তা হিসেবে পরিচিত তিনি। তার নতুন প্রতিবেদনে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যায় এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করায় সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তার দাবি।
দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলো আলবানিজের কঠোর সমালোচনা করে আসছে এবং তাকে জাতিসংঘের দায়িত্ব থেকে অপসারণের দাবিও জানিয়ে আসছে।
বুধবার এক বিবৃতিতে আলবানিজ নিজেও অভিযোগ করেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করা সত্ত্বেও ইউরোপের দেশগুলো তাকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়ে সহায়তা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, "ইতালি, ফ্রান্স ও গ্রিসের নাগরিকদের এটা জানা উচিত যে, আন্তর্জাতিক আইনশৃঙ্খলা লঙ্ঘন করে নেওয়া প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ তাদের সবাইকে ঝুঁকিতে ফেলে ও দুর্বল করে দেয়।"
মার্কো রুবিও জানিয়েছেন, আইসিসিতে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য আলবানিজের প্রচেষ্টাগুলোই তার ওপর নিষেধাজ্ঞার আইনি ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে ইসরায়েলকে লক্ষ্য করে কাজ করা আইসিসি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়। গত মাসেই ট্রাম্প প্রশাসন আইসিসির চারজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
প্রসঙ্গত, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সূত্র: আল জাজিরা
সাব্বির