ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শক্তিশালী আকাশ প্রতিরক্ষায় ঘুরে দাঁড়াচ্ছে ইয়েমেন, বড় ধাক্কা ইসরায়েলের

প্রকাশিত: ১৫:৩৮, ১১ জুলাই ২০২৫

শক্তিশালী আকাশ প্রতিরক্ষায় ঘুরে দাঁড়াচ্ছে ইয়েমেন, বড় ধাক্কা ইসরায়েলের

ছবি: প্রতীকী

ইয়েমেনের হুতি আন্দোলনের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে বড় ধরনের বিপর্যয়ে পড়েছে ইসরায়েল। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয়ে হতবাক হয়ে যায় ইসরায়েলি বিমানবাহিনী। হুতিদের ছোড়া ডজন ডজন ক্ষেপণাস্ত্রের মুখে পড়ে যুদ্ধবিমানগুলোর বেশ কয়েকটি ফিরে আসতে বাধ্য হয়।

সাম্প্রতিক হামলায় ইয়েমেনের হুদাইদা বন্দর, রাসকিসা টার্মিনাল এবং হুদাইদার বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে ইসরায়েলি বাহিনী। হামলায় অংশ নেয় ডজনেরও বেশি যুদ্ধবিমান। তবে ইয়েমেনের আকাশে ঢুকতেই তারা হুতিদের সজাগ ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয়। এই প্রতিরোধ এতটাই শক্তিশালী ছিল যে অনেক বিমান গন্তব্যে পৌঁছানোর আগেই ফিরে যায়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা হয়। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব বিমানকে বাধা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ইয়েমেন শুধু ক্ষেপণাস্ত্র বা নৌসামরিক শক্তিতেই নয়, বরং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতেও দ্রুত উন্নতি করছে।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ জানায়, আনসারুল্লাহ যোদ্ধারা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি স্বার্থরক্ষাকারী জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। এর ফলে ফিলিস্তিন সংলগ্ন দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

হুতি বাহিনী জানিয়ে এসেছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে তারা ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করবে না। ইসরাইলের বিরুদ্ধে এই সামরিক পদক্ষেপ তারই বাস্তব প্রতিফলন।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইয়েমেনে অস্ত্র উৎপাদনে হুতিরা গোপন টানেল ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এমন সক্ষমতার ফলে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখন নতুন মোড় নিতে চলেছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=dMXLHVeN_8Q

রাকিব

×