ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপীয় ইমামদের বৈঠক নিয়ে যা জানা গেল

প্রকাশিত: ১৮:৫৩, ১১ জুলাই ২০২৫

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপীয় ইমামদের বৈঠক নিয়ে যা জানা গেল

ইউরোপীয় ইমাম প্রতিনিধিদলের সাথে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজোগের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি নিয়ে নিন্দা জানিয়েছে ইউরোপীয়ান ইমাম কাউন্সিলসহ ইউরোপের বিভিন্ন মুসলিম সংস্থা। 

গেল বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় কাউন্সিল অব ইমাম এই নিন্দা জানা যায়।

সংস্থাটি ‘কথিত ইমামদের ইসরায়েল সফর এবং দেশটির প্রেসিডেন্ট আইজেক হারজোগের সঙ্গে সাক্ষাতের নিন্দা জানিয়ে এ ধরনের সাক্ষাত সন্দেহজনক বলে উল্লেখ করেছে তা ছাড়া এ ধরনের সফর ইউরোপীয় মহাদেশের মুসলিমদের অবস্থানের প্রতিনিধিত্বকারী নয় বলে জানানো হয়।

 

প্যারিসভিত্তিক ইউরোপীয়ান ইমাম কাউন্সিল জানিয়েছে, ‘বিশ্বের সব মুক্ত মানুষ নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি জানিয়ে ইহুদিবাদি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। অথচ দখলদার ইসরায়েলে কথিত ইমামদের সফর এবং এর অপরাধী ব্যক্তিত্বদের সাথে তাদের সাক্ষাতের ঘটনা ঘিরে মিডিয়ার হৈচৈ দেখে আমরা অবাক হয়েছি।’

ইমাম কাউন্সিল আরো জানিয়েছে, ‘এই সফর যেকোনো মানবিক বা নৈতিকবোধের পরিপন্থী এবং সত্যের সমর্থনে আহ্বান জানানোর সবচেয়ে মৌলিক ইসলামী নীতির পরিপন্থী।

এই প্রতিনিধিদলের সদস্যরা ইউরোপে ইমাম ও প্রচারকদের মধ্যে অপরিচিত। ইউরোপীয় মুসলিমদের পরিচিত এবং বিশ্বাসযোগ্য বৈধ প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।’

ইমাম কাউন্সিল জানায়, ‘এই সফরের পরিস্থিতি প্রমাণ করে যে, তা সন্দেহজনক উদ্দেশ্যে পরিবেশন করে। যা গাজার নির্যাতিত জনগণের সাথে সংহতি এবং ইহুদি দখলদার সেনাবাহিনী দ্বারা তাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস গণহত্যার নিন্দায় ইউরোপীয় মুসলিমদের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে না।

পুরো ইউরোপীয় শহরে নিয়মিত মিছিল এবং দৈনন্দিন কার্যক্রম এর প্রমাণ।’

সূত্র: আলজাজিরা মুবাশির

ফুয়াদ

×