ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা

প্রকাশিত: ১১:০৬, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১১:১১, ১২ জুলাই ২০২৫

মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পিটুনিতে ২০ বছর বয়সী এক মার্কিন যুবক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে নিহত ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১১ জুলাই) রামাল্লার উত্তরে সিনজিল শহরে সাইফোল্লাহ মুসাল্লেত নামের ওই যুবককে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আক্রমণ করে হত্যা করে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ফ্লোরিডার টাম্পায় থাকা মুসাল্লেতের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, তাকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পিটিয়ে মেরেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তারা "পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর খবর জানেন", তবে "পরিবার এবং প্রিয়জনদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে" এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সাইফ আল-দিন মুসাল্লেত, যিনি মুসাল্লেত নামেই বেশি পরিচিত, তার চাচাতো ভাই ফাতেমাহ মুহাম্মদ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন যে মুসাল্লেত ফ্লোরিডা থেকে ফিলিস্তিনি পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মুসাল্লেতকে আক্রমণের সময় মোহাম্মদ শালাবি নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে।

অধিকার কর্মীরা প্রায়শই বলে আসছেন যে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পাড়া এবং শহরগুলোতে লুটপাট করে, এমনকি কখনো কখনো বাড়িঘর এবং যানবাহন পুড়িয়ে দেয়।

সাব্বির

আরো পড়ুন  

×