
ছবি: জনকণ্ঠ
বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে যশোর সদরের নুরপুর গ্রামের উজির আলীর শিশু পুত্রজিহাদ হোসেন (১০)।
শনিবার বিকালের দিকে ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করার উদ্দেশ্যে ব্রিজ হতে লাফ দেয় কয়েকজন বন্ধু মিলে। পরবর্তীতে জিহাদ ভেসে না উঠলে তার সাথের বন্ধুরা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোজাখুজি শুরু করে। বহু খোঁজাখুজির পরও জিহাদের কোন সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের খবর দেয়।
খবর পেয়েই তারা ঘটনাস্থলে এসে নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করে এবং এখনো অব্যাহত আছে। ঘটনাস্থলে স্থানীয় শত শত নারীর পুরুষ রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। এদিকে সন্তানকে না পেয়ে পরিবার জুড়ে চলছে শোকের মাতম।
শহীদ