ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দুঃসময়ে কেউ ছিল না, আজ লোকের অভাব নেই: আবুল খায়ের খাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১৩ জুলাই ২০২৫

দুঃসময়ে কেউ ছিল না, আজ লোকের অভাব নেই: আবুল খায়ের খাজা

“২০০৮ সালে আমাদের সঙ্গে ছিল না কেউ। আজ সেই আন্দোলন গণজোয়ারে রূপ নিয়েছে।” এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কদমতলী থানার মুজাহিদনগরে অনুষ্ঠিত জুলাই গণহত্যা স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের বলেন, “৫ আগস্টের পর থেকে আমাদের কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। আগে যেখানে লোক পাওয়া যেত না, আজ সেখানে লোকে লোকারণ্য।”

তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনের সময় মাঠে নামতে ভয় পেতেন অনেকে। আমি নিজে মাঠে ছিলাম। সেসময় মাতুয়াইল কেন্দ্রীয় অফিসে হামলার শিকার হয়েছিল আমার ছেলে ইমরান, সে আহত হয়েছিল। তখন যারা পাশে ছিল, আমি জানি তারা কারা।”

তিনি আরও বলেন, “অনেকে এখন রাজনীতিতে সক্রিয় হলেও সেই দুঃসময়ে ছিলেন না। আমি কখনো আওয়ামী লীগের সঙ্গে আপস করিনি, কখনো গোপনে রাজনীতি করিনি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হেদায়েত সৈকত পন্ডিত, কদমতলী থানা বিএনপির নেতা আবদুল মান্নান এবং ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হেলাল উদ্দিন।

সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা এমরান হোসেন ইমরান এবং সভাপতিত্ব করেন এহসানুল কবির জুয়েল।
অনুষ্ঠান শেষে গণঅভ্যুত্থনে আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নুসরাত

×