ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

"আগে উন্নয়ন,পরে গণতন্ত্র" পুরনো বুলি আর চলবে না: মঈন খান

প্রকাশিত: ০০:৫৩, ১৩ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, “আগে বিচার হবে, আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে—এই ধরনের বক্তব্য আমরা আর শুনতে চাই না।” তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, আর সেই দায়িত্ব দিয়েছে দেশের ১৮ কোটি মানুষ।

এক বিবৃতিতে ড. মঈন খান বলেন, “বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিদান দিতে হবে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দেশের মানুষের প্রাণের আকুতি—গণতন্ত্রকে তাদের হাতে তুলে দেওয়া।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে এদেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। এমনকি ২০০৮ সালের নির্বাচনও ষড়যন্ত্রের মাধ্যমে নির্ধারিত হয়েছিল। তবে এখন নবীন ও প্রবীণ—দুই শ্রেণিই ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কাজেই সকলের ভোটাধিকার নিশ্চিত করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব।”

বিচার ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “এই দেশে ন্যায়বিচার ও সংস্কার প্রয়োজন। তবে এটি একটি চলমান প্রক্রিয়া। বিরোধী দলীয় সরকার একসময় বলত—আগে উন্নয়ন, পরে গণতন্ত্র। এখন কেউ যদি বলে আগে বিচার, আগে সংস্কার, পরে গণতন্ত্র—এই ভুয়া কথাগুলো আমরা আর শুনতে চাই না।”

তিনি আরও উল্লেখ করেন, “গণতন্ত্র ছাড়া উন্নয়নও সম্ভব নয়। বিচার ও সংস্কার চলতে থাকবে, কিন্তু তার জন্য নির্বাচন ও গণতন্ত্র থেমে থাকতে পারে না। দেশের মানুষ এখন সচেতন, তারা জানে তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়।”

বিএনপি নেতা মঈন খানের এই বক্তব্যের মাধ্যমে দলটি নির্বাচনের আগে বিচার ও সংস্কারের অজুহাত না দেখানোর আহ্বান জানিয়েছে এবং সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

Jahan

×