ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পাকিস্তানি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে ভয়াবহ চিত্র

৯ মাস পর পচাগলা দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত

প্রকাশিত: ১৮:৪৯, ১২ জুলাই ২০২৫

পাকিস্তানি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে ভয়াবহ চিত্র

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী হুমাইরা আসগর আলির মৃত্যুকে ঘিরে রহস্য ও চাঞ্চল্য তৈরি হয়েছে দেশজুড়ে। গত মঙ্গলবার (৯ জুলাই) করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার ৯ মাস পুরনো পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে গা শিউরে ওঠা বর্ণনা।

পচে নষ্ট দেহ, অঙ্গপ্রত্যঙ্গ কালো—ময়নাতদন্তে ভয়াবহ বিবরণ

ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হুমাইরার দেহ ছিল ‘অগ্রসর পচনের স্তরে’, মুখমণ্ডল পুরোপুরি বিকৃত হয়ে অচেনা হয়ে গিয়েছিল। দেহে পোকামাকড়ের উপস্থিতি পাওয়া গেছে, হাড় ছিল এতটাই নরম যে সামান্য ছোঁয়াতেই ভেঙে যাচ্ছিল। মস্তিষ্ক পচে গিয়ে একটি কালো জৈব পদার্থে পরিণত হয়েছিল। শরীরের বিভিন্ন অঙ্গে পেশির অস্তিত্ব ছিল না বললেই চলে।

বাড়িওয়ালার অভিযোগে ফাঁস হয় ঘটনা

পুলিশ জানায়, কয়েক মাস ধরে ভাড়া না দেওয়া ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হুমাইরার ফ্ল্যাটে আদালতের আদেশে ঢোকে তারা। এরপরই উদ্ধার হয় অর্ধগলিত মরদেহ। ফ্ল্যাট খালি করতে গিয়েই ঘটনাটি প্রথম নজরে আসে।

৯ মাস আগেই মৃত্যু—শেষ ফোনকল হয়েছিল অক্টোবরে

ফোন কল রেকর্ড অনুযায়ী, হুমাইরার সর্বশেষ কল হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। বিদ্যুৎ সংযোগও বন্ধ ছিল দীর্ঘদিন। অ্যাপার্টমেন্টে পানির পাইপ শুকিয়ে মরিচা ধরেছিল, খাবারের পাত্রে ছয় মাস আগে থেকেই পচন শুরু হয়েছিল। বেলকুনির দরজা খোলা থাকায় বায়ু চলাচল ছিল, যা মরদেহকে শুকনো রেখেছে বলে ধারণা।

পরিবার মরদেহ নিতে চায়নি শুরুতে

পুলিশ জানায়, মরদেহ নেওয়ার ব্যাপারে শুরুতে অনিচ্ছা প্রকাশ করেছিল হুমাইরার পরিবার। পরে ভাই নাভিদ আসগর করাচিতে এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ গ্রহণ করেন। তিনি জানান, ‘হুমাইরা সাত বছর আগে লাহোর থেকে করাচিতে এসে পরিবার থেকে দূরে ছিলেন। প্রায় দেড় বছর যোগাযোগ ছিল না।’

২০১৫ সালে মিডিয়ায় যাত্রা শুরু করা হুমাইরা ছোট পর্দায় ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’, ‘চল দিল মেরে’সহ বিভিন্ন নাটকে কাজ করেছেন। চলচ্চিত্রে ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’-এর মাধ্যমে দর্শকের দৃষ্টি কাড়েন।

২০২২ সালে রিয়েলিটি শো ‘তমাশা ঘর’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন। ২০২৩ সালে তিনি ‘ন্যাশনাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস’-এ সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে সম্মানিত হন।

তদন্ত চলমান, মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট

ফরেনসিক বিশ্লেষণে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। টক্সিকোলজি রিপোর্ট ও ডিএনএ বিশ্লেষণ এখনো বাকি। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা, আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু—কোনোটিই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×