
.
ইউক্রেনের জন্য ৫০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা অনুমোদন করেছে মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের (ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএএ) খসড়া অনুযায়ী ২০২৬ অর্থবছরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এই খসড়ায় যুক্তরাষ্ট্রের এ-১০ বিমানবহরের বাতিল করাকে সীমিত করার ব্যবস্থা রাখা হয়েছে। খবর সিএনএনের।
এনডিএএ হলো মার্কিন সামরিক খাতের বার্ষিক নীতিমালা প্রণয়ন আইন যা সেনাবাহিনীর জন্য অর্থ বরাদ্দ ও কর্তৃত্ব নির্ধারণ করে। এটি লকহিড মার্টিন ও বোয়িংয়ের মতো অস্ত্র নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হয়। ২০২৫ সালের ৯ জুলাই ২৬-১ ভোটে সিনেট কমিটিতে গৃহীত এই খসড়া আইনে ইউক্রেনের নিরাপত্তা সহায়তা উদ্যোগের সময়সীমা ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। ২০২৫ সালের অর্থ সহায়তা নির্ধারিত ৩০ কোটি থেকে ৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। এই উদ্যোগ ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে। কারণ ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর দেশটি এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জুনে উপস্থাপিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট প্রস্তাবে এ-১০ বিমানবহর বাতিলের যে প্রস্তাব রাখা হয়েছিল, তা এই খসড়ায় প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে, আগামী অর্থবছরে এ-১০ বহরে বিমানের সংখ্যা ১০৩টির নিচে নামানো যাবে না।
প্যানেল