ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ফেসবুকে ১ হাজার ফলোয়ার হলে কত টাকা পাওয়া যায়?

প্রকাশিত: ২১:৪৮, ১২ জুলাই ২০২৫

ফেসবুকে ১ হাজার ফলোয়ার হলে কত টাকা পাওয়া যায়?

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন শুধু যোগাযোগ ও বিনোদনের প্ল্যাটফর্ম নয়—অনেকের জন্য এটি একটি আয়-উৎসে পরিণত হয়েছে। অনেকেই জানতে চান, “ফেসবুকে ১০০০ ফলোয়ার হলে কি টাকা আয় করা যায়?”

উত্তরটা হলো—না, কেবলমাত্র ১০০০ ফলোয়ার থাকলেই ফেসবুক আপনাকে কোনো টাকা দেবে না। ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্য অবশ্যই আপনার প্রোফাইল বা পেজকে “মনিটাইজড” বা আয়যোগ্য করতে হবে। এটি মেটার ‘Creators Program’-এর মাধ্যমে পরিচালিত হয়।

কীভাবে ফেসবুক থেকে আয় করা যায়?

ফেসবুক বিভিন্ন মনিটাইজেশন টুল অফার করে যেমন:

  • ইন-স্ট্রিম অ্যাড (ভিডিওর মধ্যে বিজ্ঞাপন)

  • ফ্যান সাবস্ক্রিপশন

  • ব্র্যান্ডেড কনটেন্ট

  • রিলস বোনাস প্রোগ্রাম

ফেসবুক থেকে টাকা পেতে হলে যা লাগবে:

  • পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার

  • বিগত ৬০ দিনে অন্তত ৬০,০০০ মিনিট ভিডিও ওয়াচ টাইম

  • ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ও মনিটাইজেশন নীতি অনুসরণ

তবে আপনার যদি ১০০০ ফলোয়ার থাকে এবং ভিডিওর রিচ ভালো হয়, ভিউ বেশি হয় এবং কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেন, তাহলে স্পনসরশিপ বা ব্র্যান্ড কোলাবরেশনের মাধ্যমে আপনি আয় করতে পারেন।

সরাসরি ফেসবুক থেকে অর্থ পেতে হলে নির্ধারিত নিয়ম পূরণ করতেই হবে। সুতরাং, কেবলমাত্র ফলোয়ারের সংখ্যার ওপর আয়ের হিসাব নির্ভর করে না।

নুসরাত

×