
ছবিঃ সংগৃহীত
স্মার্টফোন এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি কি জানেন, ফোন চার্জ করার সময় সামান্য এক অভ্যাস ডিভাইসের আয়ু কমিয়ে দিতে পারে?
অনেকেই আছেন যারা ফোন ১০০% চার্জ হওয়ার আগেই চার্জার খুলে ফেলেন—ভেবে নেন এতে সময় বাঁচছে বা ফোনের জন্য ভালো। কিন্তু এই অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে।
কী হয় সময়ের সাথে?
ফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম-আয়ন প্রযুক্তির। এ ধরনের ব্যাটারি নির্দিষ্ট সংখ্যক চার্জ সাইকেল (একবার পুরো চার্জ হয়ে আবার ০%-এ নামা) পর্যন্ত ভালোভাবে কাজ করে। কিন্তু যদি ফোনকে নিয়মিত ৮০%-এর নিচে চার্জ রেখে ব্যবহার করা হয়, ব্যাটারির সেলগুলো অসমভাবে ক্ষয় হতে থাকে।
এর ফলে যা হতে পারে
-
ব্যাটারির দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া
-
দীর্ঘমেয়াদে ব্যাটারি ফুলে ওঠা বা ক্ষতিগ্রস্ত হওয়া
-
ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া
-
ওভারহিটিং সমস্যা বাড়তে পারে
করণীয় কী?
-
ফোন ৮০-৯০% চার্জ না হওয়া পর্যন্ত চার্জিং চালিয়ে যান
-
রাতভর চার্জ না দিয়ে দিনের সময় খেয়াল রেখে চার্জ করুন
-
ফাস্ট চার্জিং ব্যবহারে সতর্ক থাকুন
-
অরিজিনাল চার্জার ব্যবহার করুন
ইমরান