
ছবিঃ সংগৃহীত
আমরা অনেক সময় ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ ছবি গ্যালারিতে রেখে দিই, যেগুলো অন্য কারও দেখা একেবারেই কাম্য নয়। বন্ধু বা পরিবারের কেউ ফোন হাতে নিলেই ভয়ে থাকেন যদি সেগুলো চোখে পড়ে!
এখন চিন্তার কিছু নেই—মাত্র ২টি সহজ টিপসেই আপনি আপনার গ্যালারির গোপন ছবি একদম নিরাপদে রাখতে পারবেন। চলুন জেনে নিই সেই কৌশলগুলো—
১. Google Photos-এর Locked Folder ব্যবহার করুন
Google Photos অ্যাপে এখন রয়েছে Locked Folder নামে একটি ফিচার। এখানে ছবি রাখলে তা গ্যালারি বা অন্য কোথাও দেখা যাবে না।
যেভাবে চালু করবেন:
-
Google Photos অ্যাপ খুলুন
-
Library > Utilities > Locked Folder-এ যান
-
পাসওয়ার্ড বা ফিংগারপ্রিন্ট দিয়ে ফোল্ডার সেট করুন
-
এরপর Add Photos-এ গিয়ে যে ছবি লুকাতে চান, তা এখানে ট্রান্সফার করে দিন
📌 একবার Locked Folder-এ রাখলে, সেই ছবি ক্লাউডে ব্যাকআপ হবে না। শুধু ফোনেই থাকবে এবং নিরাপদ থাকবে।
২. File Manager দিয়ে ফোল্ডার লুকিয়ে রাখুন
ফোনের File Manager ব্যবহার করে গ্যালারির ছবি একটি আলাদা ফোল্ডারে নিয়ে . (ডট) দিয়ে ফোল্ডার নাম দিন, যেমন: .secretpics
।
কীভাবে করবেন:
-
File Manager খুলুন
-
নতুন একটি ফোল্ডার তৈরি করুন, নাম দিন
.myhidden
বা.privatepics
-
গোপন ছবি কেটে এনে এখানে পেস্ট করুন
-
অধিকাংশ ফোনেই ডট দিয়ে শুরু হওয়া ফোল্ডার সরাসরি দৃশ্যমান থাকে না
📌 চাইলে File Manager-এর সেটিংসে গিয়ে Hidden Files দেখা বন্ধও করে দিতে পারেন। এতে ওই ফোল্ডারও কেউ খুঁজে পাবে না।
অতিরিক্ত টিপস
-
গ্যালারি অ্যাপে অ্যাপ লক ব্যবহার করতে পারেন
-
থার্ড পার্টি অ্যাপ যেমন Keepsafe, Vault, বা Gallery Lock ব্যবহার করলেও নিরাপত্তা বাড়ে
শেষ কথা
ব্যক্তিগত ছবি ব্যক্তিগতই থাকা উচিত। একটু সচেতন হলেই নিজের গোপনীয়তা সহজেই রক্ষা করা যায়। আজই চেষ্টা করে দেখুন এই ২টি টিপস—আর নিশ্চিন্ত থাকুন!
ইমরান