কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, বিএনপি মহাসচিবের জামিন হয় না। অথচ দলটি কেনো আজকে হরতাল দেয় না। এই শূন্য নেতৃত্ব দিয়ে আর কতদিন চলবে বিএনপি, ফাকাঁ বুলি দিয়ে আর কতদিন চলবে তারা। দলের মহাসচিবকে হাইকোর্ট থেকে জামিন দেয় না, আর বিএনপি বসে বসে আঙুল চুষে। উই শেইম ফর বিএনপি।