
ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ যুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এর সম্মান রক্ষার্থে নির্বাচন আইনের আলোকে পূর্বেও এমন সিদ্ধান্ত ছিল, এবারও তা বহাল রাখা হয়েছে।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। তারা নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইলেও, বিকল্প হিসেবে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ও তালিকায় রেখেছে। তবে এবার নতুন প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের সংখ্যা ১০০ ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করছে ইসি। এ লক্ষ্যে প্রতীক তালিকার সংশোধনী শিগগিরই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।
আসিফ