ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এনসিপির জুলাই পদযাত্রা এখন সাতক্ষীরায়: পথে পথে অভ্যর্থনা

প্রকাশিত: ১২:১৯, ১২ জুলাই ২০২৫

এনসিপির জুলাই পদযাত্রা এখন সাতক্ষীরায়: পথে পথে অভ্যর্থনা

ছবি: সংগৃহীত

আজ, ১২ জুলাই, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বর্তমানে সাতক্ষীরায়, দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে এই পদযাত্রা সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে।

দলের কেন্দ্রীয় নেতাদের এই সফরকে ঘিরে সাতক্ষীরায় জোর প্রস্তুতি চলছে। এনসিপি সাতক্ষীরা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের অংশগ্রহণে ইতোমধ্যে ১৭টি উপ-কমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

সাতক্ষীরায় তারা জুলাই ২০২৪ সালের আন্দোলনে আহত ও নিহত পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সভা শেষে, শহরের নিউমার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার সময় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় দলের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করা হবে।

আগত নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন, আরিফুল ইসলাম আদীবসহ প্রায় দেড় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন।

এই পদযাত্রাকে কেন্দ্র করে সাতক্ষীরায় সাজসাজ রব বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। একই সাথে, এনসিপির এই পদযাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে তাদের ঘোষিত "একসাথে লড়াই"-এরও অংশ বলে ধারণা করা হচ্ছে।

সাব্বির

×