
আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বি-বাড়িয়া-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার শনিবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কসবা পৌরসভার কদমতলী বাজার, কসবা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, নতুন বাজারে গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলার সাবেক আমীর দ্বীন ইসলাম ভূঁইয়া, কসবা পৌরসভার আমীর হারুন অর রশিদ, জেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি আল আমিন সরকার, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি নূর মাজিদুল হকসহ সমাজের বিশিষ্টজনরা।
গণসংযোগ শেষে আতাউর রহমান সরকার বলেন, যাদের হাতে নিজ দলের কর্মীরা অনিরাপদ, তাদের দ্বারা এ দেশের মানুষের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ৫ আগস্টের পরে যারা চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, খুনের মহোৎসবের সাথে জড়িত, তাদেরকে কসবা-আখাউড়াবাসী এবার প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, এবার ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয়ী হয়ে ন্যায়-ইনসাফের ভিত্তিতে সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র কায়েম করবে। এ সময় তিনি এলাকাবাসীকে ১৯ জুলাই জাতীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান।
আফরোজা