ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কোটচাঁদপুরে সাত শিংওয়ালা বিস্ময়কর গরু

আকিমুল ইসলাম সাজু, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কোটচাঁদপুর, ঝিনাইদহ 

প্রকাশিত: ২১:১২, ১২ জুলাই ২০২৫

কোটচাঁদপুরে সাত শিংওয়ালা বিস্ময়কর গরু

বিস্ময়কর এক গরুর সন্ধ্যান মিলেছে কোটচাঁদপুরের বহরমপুর গ্রামে।  তাকে দেখতে দুর দুরন্ত থেকে দর্শণার্থীরা ছুটে যাচ্ছেন ওই বাড়িতে। 
জানা যায়,দীর্ঘদিন ধরে গরু,ছাগল পালন করেন কোটচাঁদপুরে মোশাররফ হোসেন।  গেল ২০২১ সালের দিকে তিনি বাজার থেকে একটা গাভী গরু কিনেন। সেই গরুটির গর্ভে ৬/৭ মাস জন্ম গ্রহন করেন গরুটি। প্রথম দুই বছর কোন কিছুই বোঝা যায়নি। এরপর গরুর বয়স ২ বছর পড়ার পর স্বাভাবিক দুইটি সিংয়ের পাশ থেকে আরো একটা সিং দেখা যায়। এরপর বছর পার হতে না হতেই আরো তিনটি সিং দেখা যেতে থাকে। 
তারপর থেকে বেশ কিছুদিন আর কোন সিং দেখা যায়নি। সে সময় ওই গরুর মাথায় মোট ৬ টা সিং দেখা যায়। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার পর অনেক দুর দুরন্ত থেকে দর্শনার্থীরা গরুটি দেখতে আসেন মোশাররফ হোসেনের বাড়িতে।
গরুর মালিক মোশাররফ হোসেন বলেন,আমরা চাষি গৃহস্থ্য মানুষ। আগে থেকেই আমাদের বাড়িতে গরু ছাগল পালন করা হত। সে সুবাদে লেখা পড়ার পাশাপাশি আমারও গরু ছাগল পালন করতে ভাল লাগতো। 
তিনি বলেন,গেল ৫ বছর আগে গরু পালনের জন্য বাজার থেকে গাভীটি কিনে আনা হয়। তাঁর গর্ভে জন্ম গ্রহন করেন গরুটি। সে ছোট বেলায় গোয়ালের সব গরুর মত আচারন করত,খাওয়া দাওয়া করত। তবে পাথক্য দেখা যায় তাঁ ২ বছর বয়স থেকে। যে সময় স্বাভাবিক গরুর তুলনায় অস্বাভাবিক সিং দেখা যেতে লাগলো। সে সময় অনেক মানুষ অনেক কথা বলেন আমার। তারপরও তাঁর মায়ায় পড়ে আজও লালন পালন করে আসছি। এখন তাঁর বয়স ৪ পার হয়ে ৫ বছরে পড়েছে। দেখা যাচ্ছে বড় সিংয়ের পাশ দিয়ে আরো একটা ছোট সিং। 
তিনি আরো বলেন,খবরটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গরুটি কিনতে অনেকে আগ্রহ প্রকাশ করেন। তবে সে সময়  গরুটি ছোট থাকায় বিক্রি করতে চাইনি। এখন গরুটি বিক্রি করতে চাই। তবে কোন মাংশ বিক্রেতার কাছে নয়। কোন বিশেষ ক্রেতা পেলে গরুটি বিক্রি করার কথা ভাবছেন তিনি।
কোটচাঁদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান  বলেন,এমন একটা গরু আছে শুনেছি। দেখি নাই। এটা জন্মগত হতে পারে। এটা একটা বিশেষ গরু।

Jahan

×