ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ষোল বছর জনগণের জন্য আমরা আন্দোলন করেছি: গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:০২, ১৩ জুলাই ২০২৫

ষোল বছর জনগণের জন্য আমরা আন্দোলন করেছি: গিয়াসউদ্দিন

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই বিএনপি’র দায়িত্ব ও কর্তব্য হচ্ছে জনগণের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণের কাজ করা। ষোল বছর জনগণের জন্য আমরা আন্দোলন করেছি। অনেক রক্ত দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। এখনও ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নিদের্শনায় আমরা আন্দোলন সংগ্রহ করছি।

তিনি বলেন, আমরা দাবি করছি যাতে করে আগামী রমজানের পূর্বেই দেশে নির্বাচন হয়। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। যাতে জনগণের ভোটে যে রেজাল্ট হবে, সেই রেজাল্টের মাধ্যমে যেন সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। তিনি বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমরা দেশের কল্যাণের জন্য রাজনীতি করি।

শনিবার সন্ধ্যায় (১২ জুলাই) ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়ন সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামসহ ফতুল্লা থানা বিএনপি ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সর্বশেষ গত তিনবার জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা এ ভোটাধিকার হরণ করেছিল তারা পালিয়েছে, এখন জনগণ আবার নতুন করে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। এদেশে নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের মঙ্গল তত তাড়াতাড়ি হবে। নির্বাচনের পর নির্বাচিত সরকার দেশের প্রয়োজনীয় সংস্কার গুলো ধারাবাহিকভাবে করতে থাকবে। আমাদের তারেক রহমান আগেই বুঝেছিলেন, এই স্বৈরাচারের পতন একদিন হবেই, তখন দেশকে সর্বপ্রথম সংস্কার করতে হবে। তাই ২০২৩ সালেই তিনি বিএনপি’র পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। 

 

ইমরান

×