
‘দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই হোক আমাদের অঙ্গীকার’- প্রতিপাদ্য নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে (শুক্রবার, ১১ জুলাই ২০২৫) থেকে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী ৬৫তম যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসার সম্মেলন-২০২৫। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনা) সৈয়দ মতিয়র রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (শাখা পরিচালনা ও পর্যবেক্ষণ) একেএম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ের সকল নির্বাহীসহ ৪০টি যোনের যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসারগণ। সম্মেলনে দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সকল যোন ও অডিট অফিসের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয় ।
এ সময় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি ক্যাশলেস লেনদেনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। এ লক্ষ্যে নিজস্ব অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি গ্রহণের জন্য উদ্যোগ নেয়া হবে।’
পরিচালক নাজনীন সুলতানা বলেন, ‘নারীর ক্ষমতায়নের বিশ্বব্যাপী অনন্য উদাহারণ গ্রামীণ ব্যাংক। ঐক্য, কর্ম, শৃঙ্খলাকে ধারণ করে আমাদের যে পথচলা শুরু, সেটি বজায় রেখেই পূর্ণ উদ্যোমে আমাদের এগিয়ে যেতে হবে|’
ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরের সহকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিভিন্ন প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে একটি স্বচ্ছ ও সমৃদ্ধ গ্রামীণ ব্যাংক ভবিষ্যতেও তার ঐতিহ্য বজায় রাখবে। এটি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’
রাজু