ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

অর্থনীতি বিভাগের সব খবর

মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যা

মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬০তম বোর্ড সভায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮২ সালে ০৪ জুলাই চট্টগ্র্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার টহরাবৎংরঃু ড়ভ ঈধহনবৎৎধ থেকে ইধপযবষড়ৎ ড়ভ ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, অডিট কমিটি, দাবি কমিটি, রিয়েল এস্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন। পিএইচপি স্পিনিং মিলস লিঃ, পিএইচপি ইস্পাত লিঃ, পিএইচপি কটন স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো

বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (রিমন)-এর উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ৯ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় তিনদিনের এ মেলা চলবে শনিবার পর্যন্ত। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।  মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশনে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বাংলাদেশের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ডস, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, পোল্যান্ড এবং শ্রীলঙ্কাসহ ২০টির বেশি দেশ থেকে দুই শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য এবং সেবা প্রদর্শন করবেন। এ মেলার সঙ্গে ১১তম এগ্রো বাংলাদেশ এক্সপো ২০২৩ এবং ইনডিয়েন্ট এক্সপো ২০২৩ নামে আরও দুটি মেলা অনুষ্ঠিত হবে। ২০১৫ সাল থেকে এসব মেলার আয়োজন করে আসছে বাপা। সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারপারসন, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, আমাদের দেশের কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত ভালো করছে। এ খাত দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে যেমন কাজ করছে, তেমন বিদেশে পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। যা এ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এ আয়োজনের মাধ্যমে কৃষি প্রক্রিয়াজাত খাত আমাদের সক্ষমতাকে বিশ্বের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এ দেশের গার্মেন্টস সেক্টরে দুই শতাধিক বিদেশী প্রতিষ্ঠান রয়েছে। তাদের প্রতিনিধিরা আমাদের এসব প্রদর্শনীতে আসবেন।

পদে পদে ভোগান্তি পানগাঁও কাস্টমসে

পদে পদে ভোগান্তি পানগাঁও কাস্টমসে

দেশের সব কাস্টম হাউসের পুরোটা বিপরীত কার্যক্রম চলছে পানগাঁও কাস্টম হাউসে। ব্যবসা বান্ধব সরকার হলেও এই কাস্টম হাউসের চিত্র পুরোটা বিপরীতমুখী। পণ্য খালাসে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এক কর্মকর্তা পরীক্ষণ কার্যক্রম শেষ করে খালাসের জন্য ফাইল ছেড়ে দিলেও ঊর্ধতন এক কর্মকর্তা অযাচিত হস্তক্ষেপ করছেন। গেটে আটকে মামলা দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ছাড়া রেফারেন্স ভ্যালুও মানছেন না এই কর্মকর্তা। যার কারণে দিনের পর দিন পণ্য আটকে আছে। এতে প্রায় দেড় হাজার কন্টেনার আটকে আছে। এর মধ্যে শিটের প্রাইম ও সেকেন্ডারি জটিলতায় বন্দরে প্রায় সাড়ে ৮০০ কন্টেনার। যার জন্য প্রতিদিন বন্দরের ভাড়াসহ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পানগাঁও কাস্টম হাউস ঘুরে দেখা গেছে, চীন থেকে হাইড্রোলিক রাবার হোস পাইপ আমদানি করে আরকে এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কোম্পানি। প্রতিষ্ঠানটি এই ধরনের পণ্য পানগাঁও কাস্টম হাউসসহ বিভিন্ন হাউস দিয়ে পণ্য আমদানি করে। সর্বশেষ প্রতিষ্ঠানটি গত ২১ আগস্ট পানগাঁও কাস্টম হাউস দিয়ে দুই কন্টেনার পণ্য আমদানি করেন। যার বি/ই নাম্বার ৬৪৬৮। দীর্ঘদিন ধরে রাবার হোস পাইপ দুই ডলারে এসেসমেন্ট করা হয় কাস্টমসে। এই আমদানিকারকের আগের কন্টেনারে হাইড্রোলিক রাবার হোস পাইপ দুই ডলারে এসেসমেন্ট করেছে। কিন্তু হঠাৎ নতুন অতিরিক্ত কমিশনার এসে নিয়ম পাল্টে দেন।