ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারের সংকট গভীর হচ্ছে আস্থার অভাবে

শেয়ারবাজারের সংকট গভীর হচ্ছে আস্থার অভাবে

দেশের শেয়ারবাজারে মন্দাবস্থা আরও দীর্ঘ হচ্ছে। প্রতিনিয়ত বিনিয়োগকারীদের পুঁজি কমছে। তাদের  লোকসান বাড়তে বাড়তে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে। পতন ঠেকাতে নানা উদ্যোগও কোনো কাজে আসছে না। তারল্য সংকট এবং নতুন বিনিয়োগের অভাবে বাজারে থাকা বিনিয়োগকারীদের মধ্যে অজানা আশঙ্কা তৈরি হয়েছে। দরপতন রোধে নতুন সার্কিট এবং নিয়ন্ত্রক সংস্থার আপ্রাণ চেষ্টাও নতুন বিনিয়োগকে আকৃষ্ট করতে পারছে না। উল্টো শেয়ার বিক্রি করে পুঁজি রক্ষার চেষ্টা চালাচ্ছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। নতুনদের আকৃষ্ট করতে না পারা এবং বাজারে সক্রিয় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাবে সংকট আরও গভীর হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে শেয়ারবাজারে অংশীজনের অংশগ্রহণ কমছে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে শেয়ারবাজারে সুফলভোগীরাও নতুন বিনিয়োগ থেকে সরে এসেছে। উল্টো ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শেয়ার আরও লোভনীয় দামে কিনে নিতে পতনকে ত্বরান্বিত করতে চাচ্ছে। তবে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাকে বিতর্কিত করতে কারসাজি চক্রের সদস্যরাও পরিকল্পিতভাবে শেয়ারবাজারের পতন ঘটাচ্ছে বলে নিয়ন্ত্রক সংস্থার একটি সূত্র দাবি করেছে।

অর্থনীতি বিভাগের সব খবর