ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যেভাবে ভুল চার্জিং আপনার ফোনের আয়ু কমিয়ে দিচ্ছে

প্রকাশিত: ২১:২১, ৩০ জুন ২০২৫

যেভাবে ভুল চার্জিং আপনার ফোনের আয়ু কমিয়ে দিচ্ছে

ছবিঃ সংগৃহীত

স্মার্টফোন আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেকেই জানেন না, কিছু সাধারণ ভুল অভ্যাসের কারণে ফোনের ব্যাটারি ও হার্ডওয়্যারের আয়ু অকারণে কমে যাচ্ছে। বিশেষ করে চার্জিং সম্পর্কিত ভুলগুলো দিনের পর দিন ফোনের ভেতরে মারাত্মক ক্ষতি করে।

যারা দিনে ২-৩ বার ফোন চার্জ করেন, কিংবা ঘুমানোর সময় চার্জে লাগিয়ে রাখেন—তারা কিন্তু নিজের অজান্তেই ডিভাইসটির আয়ু কমিয়ে দিচ্ছেন!

চলুন জেনে নিই সেইসব ভুল চার্জিং অভ্যাস, যেগুলো দ্রুত আপনার ফোন নষ্ট করে দিতে পারে।

১. ফোন পুরোপুরি ০% না হলে চার্জে না দেওয়া
অনেকেই মনে করেন ফোন ০% না হওয়া পর্যন্ত চার্জে না দিলে ক্ষতি হবে। কিন্তু বাস্তবে আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি বারবার সম্পূর্ণ ডিসচার্জ হলে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বরং ২০%-৩০% চার্জ থাকতেই ফোন চার্জে দেওয়া নিরাপদ।

২. ঘুমিয়ে যাওয়ার আগে ফোন চার্জে দিয়ে রাখা
রাতভর চার্জে দেওয়া মানেই ফোন প্রয়োজনের চেয়ে বেশি চার্জ পাচ্ছে। এতে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়, যা ব্যাটারির স্বাস্থ্য ও সার্কিটের ক্ষতি করে। এতে ফোন ধীরগতির হয়ে পড়ে এবং ব্যাটারির লাইফ সাইকেল কমে যায়।

৩. লোকাল বা নকল চার্জার ব্যবহার
বাজারে সহজলভ্য কম দামের লোকাল চার্জার ব্যবহার করলে ব্যাটারি ঠিকভাবে চার্জ হয় না, বরং অতিরিক্ত ভোল্টেজ বা অনিয়মিত কারেন্ট প্রবাহের ফলে ফোনের মূল সার্কিটই নষ্ট হয়ে যেতে পারে।

৪. চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা
চার্জে থাকার সময় গেম খেলা, ভিডিও দেখা বা কল করা ফোনের ভেতরে বাড়তি চাপ সৃষ্টি করে। এতে একদিকে ফোন গরম হয়, অন্যদিকে ব্যাটারিও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

৫. ফোনের কভার না খুলে চার্জ দেওয়া
চার্জ দেওয়ার সময় ফোন গরম হওয়াটা স্বাভাবিক। কিন্তু মোটা বা অতিরিক্ত কভার থাকলে তাপ বের হতে না পেরে ফোন আরও বেশি গরম হয়। এটি ব্যাটারির আয়ু হ্রাসের একটি অন্যতম কারণ।

করণীয় টিপস:

  • ফোন ২০%-৮০% এর মধ্যে চার্জ রাখতে চেষ্টা করুন
  • অফিশিয়াল বা ভালো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করুন
  • চার্জিংয়ের সময় ফোন ব্যবহার এড়িয়ে চলুন
  • অতিরিক্ত গরম হলে চার্জ বন্ধ করুন
  • চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখুন

আলীম

×