
ছবি: সংগৃহীত
ঢালিউডে দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন শাকিব খান। দেশ ও বিদেশে রয়েছে তার অগণিত ভক্ত, যারা ভালোবেসে কখনো তাকে ‘কিং খান’, কখনো ‘সুপারস্টার’ কিংবা ‘নবাব’ উপাধিতে সম্মানিত করেছেন। সাম্প্রতিক সময়ে তার নামের আগে যুক্ত হচ্ছে ‘মেগাস্টার’ শব্দটি। তবে এই বিশেষণ নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেতা জাহিদ হাসান।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, শাকিব খানের আগে ‘মেগাস্টার’ বলা হলে তা তার কানে ভালো শোনায় না। তার মতে, “শব্দটা কানে লাগে।”
এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ এবং জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ অন্যতম। মুক্তির পর থেকেই ‘উৎসব’ ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে এবং বক্স অফিসে ‘তাণ্ডব’কে ছাড়িয়ে গেছে। ঈদের চতুর্থ সপ্তাহেও সিনেমাটি ভালো আয় করছে ও দর্শক টানছে।
সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ আলোচনায় ‘উৎসব’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে জাহিদ হাসান বলেন, “তাণ্ডবকে আলাদা করে দেখা হয় শুধু শাকিব খানের জন্য। তাকে বলা হয় ‘মেগাস্টার শাকিব খান’, অথচ অন্য সবাইকে শুধু ‘চিত্রনায়ক’ বলা হয়। কেন এই পার্থক্য? তিনি তো একজন অভিনেতা। তাকে আগেই একটি ট্যাগ দিয়ে দেওয়া হয়। এটা তার জন্য ভালো না খারাপ, জানি না। তবে ‘মেগাস্টার’ শব্দটা আমার কাছে বেশ অস্বস্তিকর লাগে।”
শিহাব