
ছবি:সংগৃহীত
ভোলা সদর উপজেলায় হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম দেওয়াকে কেন্দ্র করে একটি ডিমের দোকানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দোকানের স্টাফ জুনায়েদ আহমেদকে পিটিয়ে ও কুপিয়ে জখমসহ দুজন আহত হয়। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভোলা শহরের মদনমোহন মন্দিরের সামনে বাজার এলাকায়। দোকান মালিক অভিযোগ করেন, হামলাকারীরা তাদের স্টাফকে মারধর করে এবং কয়েকশ’ ডিম ভাঙচুর করে। এদিকে, মারধর ও কুপিয়ে জখমের ঘটনার সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, এক ব্যক্তি হাঁসের ডিম কিনতে এসে ভুলবশত মুরগির ডিম পেয়ে ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি কয়েকজনকে নিয়ে এসে দোকানে হামলা চালান এবং ভাঙচুর করেন। এ সময় দোকানের কর্মচারীদের বেধড়ক মারধর করা হয়।
দোকানের মালিক মোস্তফা সোওদাগর ও আহত স্টাফ জানান, সোমবার রাত ৮টার দিকে জহির নামের এক ব্যক্তি ডিম কিনতে দোকানে আসেন। তিনি ১০টি ডিম চান, তবে কোন ধরনের ডিম চান তা উল্লেখ করেননি। বিক্রেতা মুরগির ডিম দিলে তিনি ক্ষিপ্ত হন এবং জানান, তিনি হাঁসের ডিম চেয়েছিলেন। বিক্রেতা তখন ডিম পাল্টে দেন, কিন্তু এরপর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর জহির আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে দোকানে ঢুকে কর্মচারী জুনায়েদ আহমেদসহ দুজনকে পিটিয়ে ও এক জনকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। এতে জুনায়েদ গুরুতর আহত হন।
সিসি ক্যামেরার ফুটেজে হামলার চিত্র দেখা গেছে। দোকান মালিক জানান, হামলায় প্রায় অর্ধলক্ষাধিক টাকার ডিম নষ্ট হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, ডিম ক্রয় নিয়ে বিরোধ থেকে এ ঘটনার সূত্রপাত হয়। আমরা দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি এবং তা দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভিডিও দেখে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মারিয়া