ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পরীক্ষা কেন্দ্রে নিয়মবহির্ভূত প্রবেশ, মাদরাসা অধ্যক্ষকে ৫ বছরের জন্য অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, লালমোহন, ভোলা

প্রকাশিত: ২১:০২, ১ জুলাই ২০২৫; আপডেট: ২১:০৫, ১ জুলাই ২০২৫

পরীক্ষা কেন্দ্রে নিয়মবহির্ভূত প্রবেশ, মাদরাসা অধ্যক্ষকে ৫ বছরের জন্য অব্যাহতি

ভোলার লালমোহন উপজেলায় নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় মাওলানা মো. রুহুল আমিন নামের এক মাদরাসা অধ্যক্ষকে সব ধরনের পাবলিক পরীক্ষার কর্মকাণ্ড থেকে ৫ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে আলিম পরীক্ষার লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে। অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ।

এ বিষয়ে নিশ্চিত করে কেন্দ্র সচিব ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন বলেন, “অধ্যক্ষ রুহুল আমিন পরীক্ষার দায়িত্বে ছিলেন না। তবে তার প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর এডমিট কার্ড হারিয়ে যাওয়ায় তিনি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে প্রবেশ করেন এবং আমাকে না জানিয়েই পরীক্ষা কক্ষে গিয়ে ওই শিক্ষার্থীর কাছে যান। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের নজরে পড়লে, তিনি ইউএনও স্যারকে অবহিত করেন।”

তিনি আরও বলেন, “পরে ইউএনও স্যার আমাকে ওই অধ্যক্ষকে ৫ বছরের জন্য সকল পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে নির্দেশ দেন। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

মিমিয়া

×