
মিয়ানমারকে হারাতে বদ্ধপরিকর বাংলাদেশের মেয়েরা
প্রথমবার এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ এশিয়া কাপে খেলার হাতছানি। বাহরাইনাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে স্বপ্নটাকে উস্কে দিয়েছে আফঈদা খাতুনের দল। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে আজ শক্তিশালী মিয়ানমারের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। যারা ইতোমধ্যে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শক্তির জানান দিয়ে রেখেছে। এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান ৩ করে। তবে বাংলাদেশের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে সিÑগ্রুপের শীর্ষে মিয়ানমার।
মূলত, এই দুই দলের মধ্যে চলছে মূল পর্বের একটি টিকিটের লড়াই। ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দাপটের সঙ্গে বাহরাইন বাধা পেরুনো মেয়েদের সামনে এবার সবচেয়ে বড় দেওয়াল। মঙ্গলবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে আফঈদা, ঋতুপর্ণারা। মহারণের আগে কোচ বাটলারের কাছ থেকে বুঝে নিয়েছে লড়াইয়ের ছক।
তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করা মিয়ানমার খেলবে নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে। ২০২০ অলিম্পিকসের বাছাইয়ের সর্বশেষ দেখায় বাংলাদেশকে ৫-০ ব্যবধানে গুঁড়িয়ে দেওয়ার সুখস্মৃতিও আছে তাদের। তবে বাহরাইনের বিপক্ষে পাওয়া ৭-০ গোলের জয় আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকেও। মিডফিল্ডার স্বপ্না রানীর কথায় সেই আত্মবিশ্বাসের স্ফূরণ,‘কাল (আজ) যেহেতু একটা বড় ম্যাচ, আমরা সবাই এই ম্যাচের দিকে ফোকাস করছি, মনোযোগ দিচ্ছি। বিকেলে আমাদের ক্লাস আছে, কোচ মিয়ানমারের ব্যাপারে যে নির্দেশনা দেবেন, আমরা সে অনুযায়ী খেলার চেষ্টা করব।
আশা করি, ভালো একটা ম্যাচ হবে। দেশবাসীকে বলব, আপনারা আমাদের আশীর্বাদ ও দোয়া করবেন, যাতে আমরা ভালো খেলে জিততে পারি।’ স্বপ্নার সুরে সুর মিলিয়েছেন ফরোয়ার্ড সুরভী আখন্দ প্রীতি। বাহরাইন ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ওই ম্যাচে জালের দেখা পেয়েছিলেন তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসকু, শামসুন্নাহার জুনিয়র ও মুনকি আক্তার। মিয়ানমার ম্যাচে সুযোগের অপেক্ষায় প্রীতি। ‘আমরা খুব ভালো ট্রেনিং করছি। কোচ যেভাবে বলছেন, সেভাবে করার চেষ্টা করছি। ম্যাচে আমরা খুব ভালো ফল পাওয়ার চেষ্টা করব। যদি সুযোগ পাই, চেষ্টা করব ভালো খেলার।’
আরেক ফরোয়ার্ড শাহিদা আক্তার রিপার কথায় ফুটে উঠেছে মিয়ানমারকে হারিয়ে বাছাই উৎরানোর দুর্নিবার আকাক্সক্ষা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১২৮তম) চেয়ে মিয়ানমার (৫৫তম) যোজন যোজন এগিয়ে থাকলেও নিজেদের নিয়ে আশাবাদী রিপা,‘আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ ও ভালো আছি। আজকে অনেক ভালো অনুশীলন হয়েছে। লড়াকু ম্যাচ হবে, আমরা সবাই প্রস্তুত হয়ে মাঠে নামব। আমরা চেষ্টা করব যেন কালকের ম্যাচটা জিততে পারি। আমাদের এটাই চেষ্টা যে মিয়ানমার ম্যাচ জিতলে ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারব।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ চাওয়া পূরণের কাজটা কঠিন করে তুলতে পারে মিয়ানমারের আক্রমণভাগ। তুর্কমেনিস্তানের জালে হ্যাটট্রিক করেছিলেন উইন, জোড়া গোল করেছিলেন খিন মো মো তুন। বাহরাইন ম্যাচে পোস্টে অলস সময় কাটানো বাংলাদেশ গোলরক্ষক রুপনাকে আজ কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে।