
স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা অবশেষে আর্সেনালে যোগ দিয়েছেন। চেলসি থেকে মাত্র ৫ মিলিয়ন পাউন্ডে তিন বছরের চুক্তিতে এই স্থানান্তর সম্পন্ন হয়েছে।
গত মৌসুমে তিনি বোর্নমাউথে ধারে ছিলেন, যেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫টি ম্যাচ খেলেন।
"আমি খুবই খুশি এখানে এসে," বলেন কেপা।
"ক্লাবটির উচ্চাকাঙ্ক্ষা, মিকেল আর্তেতা ও ইনাকি কানার সঙ্গে কথোপকথনে জয়ী মানসিকতা স্পষ্ট। আমরা শিরোপা জয়ের খুব কাছাকাছি এবং আশা করি সবাই মিলে সেটা অর্জন করতে পারব।"
বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে ২০১৮ সালে ৭১ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন কেপা।
এমিরেটসে তার আগমন মানে, তারই স্বদেশি ডেভিড রায়া’র সঙ্গে তীব্র প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আর্সেনালের গোলপোস্টে।
উল্লেখ্য, ব্রাজিলিয়ান নেটো ২০২৪-২৫ মৌসুমে বোর্নমাউথ থেকে ধারে আর্সেনালে খেললেও তাকে স্থায়ীভাবে দলে নেওয়া হয়নি।
চেলসির হয়ে ১৬৩টি ম্যাচ খেলা কেপা জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ধারে খেলেও লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।
এখন প্রশ্ন — কেপার অভিজ্ঞতা কি রায়ার জায়গা নেবে, নাকি আর্সেনালের সাফল্যের জন্য দ্বৈত প্রতিযোগিতাই হবে মূল শক্তি?
Jahan