
বাংলাদেশ সময় মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাসে যান। সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রেডিও পাকিস্তান।
ইরানি জনগণ ও সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শরিফ বলেন, এই দুঃসময়ে পাকিস্তান ইরানের পাশে আছে এবং থাকবে। তিনি ইরানি জাতির সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন এবং শহীদদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনাও করেন তিনি।
শাহবাজ শরিফ পাকিস্তানের পক্ষ থেকে ইরানের প্রতি ‘ধারাবাহিক ও অবিচল’ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রতি শুভেচ্ছা জানান।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হন।
এর জবাবে তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের হিসাব অনুযায়ী, এসব হামলায় ইসরায়েলে অন্তত ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তবে ২৪ জুন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত সাময়িকভাবে থেমে যায়।
এই ঘটনাপ্রবাহে পাকিস্তান সরকারের পক্ষ থেকে শাহবাজ শরিফের সফর ছিল কূটনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ বার্তা, যেখানে তিনি ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে আঞ্চলিক শান্তির আহ্বান জানান।
সূত্র:https://tinyurl.com/3stbd8hw
আফরোজা