
ছবি: দৈনিক জনকণ্ঠ
ছোট্ট খুকি রাগ করেছে
মুখটা বেজায় ভারি,
হঠাৎ করে কেনো খুকি
করলো এমন আড়ি??
সোনা-মানিক ডাকি কতো
কী পেয়েছ ব্যথা?
খুকির নামে ছড়া লিখি
কয় না তবু কথা !
অভিমানে চোখের কোণে
কষ্ট জমে আছে,
কথা নাকি বলবে না আর
আসবেনা আর কাছে!
ভাতও নাকি খাবে না সে
থাকবেনা আর বাড়ি,
খুকি সোনার মন ভেঙ্গেছে
করছে ভীষণ আড়ি।
ভাইকে নাকি বেশি বেশি
সবাই আদর করে,
অভিমানের আসল কারণ
জানলাম এসে পরে।
লেখক: মেহেদী হাসান
নোভা