
ছবি: সংগৃহীত
ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে কমেছে ৩ টাকা ৩০ পয়সা। এ অনুযায়ী, জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৩৬৪ টাকা, যা গত মাসে ছিল ১,৪০৩ টাকা। ফলে গৃহস্থালি ব্যবহারে সবচেয়ে জনপ্রিয় ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩৯ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করে। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নতুন এই দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
নতুন দামের বিস্তারিত:
প্রতি কেজি এলপিজির দাম: ১১৩.৬৪ টাকা (মূসকসহ)
– পূর্বে ছিল: ১১৬.৯৪ টাকা
– কমেছে: ৩.৩০ টাকা
১২ কেজি সিলিন্ডার: ১,৩৬৪ টাকা
– পূর্বে ছিল: ১,৪০৩ টাকা
– কমেছে: ৩৯ টাকা
সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি সিলিন্ডার: আগের মতোই ৮২৫ টাকা
অটোগ্যাস (গাড়ির জন্য): প্রতি লিটার ৬২.৪৬ টাকা
– পূর্বে ছিল: ৬৪.৩০ টাকা
– কমেছে: ১.৮৪ টাকা
২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম প্রতি মাসে নির্ধারণ করছে বিইআরসি। দাম নির্ধারণে মূল ভিত্তি হিসেবে নেওয়া হয় সৌদি আরবের 'আরামকো' কর্তৃক নির্ধারিত সৌদি কার্গো মূল্য (CP)। প্রোপেন ও বিউটেন—এলপিজির প্রধান উপাদান—বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে দেশি কোম্পানিগুলো। আমদানির চালান মূল্য ও ডলারের গড় দাম বিবেচনায় রেখে মাসিক সমন্বয় করে থাকে বিইআরসি।
তবে বাজারে বিইআরসির নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। বিশেষ করে গৃহস্থালির সবচেয়ে ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এলাকায় দামের ভিন্নতা লক্ষ্য করা যায়।
ছামিয়া