
বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর
বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর এবার এক নতুন দৃষ্টিকোণ থেকে নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা প্রকাশ করেছেন। সম্প্রতি বরখা দত্তের মোজো স্টোরি শোতে করণ জোহর জানিয়েছেন, যদি তার হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা প্রকাশ পায়, তাহলে তাকে ভারত ছাড়তে হবে! এ কথা বলেই তিনি বেশ চমকিত করেছেন তার ভক্তদের।
করন বেশ কিছুদিন ধরে তার জনপ্রিয় টক শো কফি উইথ করণ এ বলিউড তারকাদের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে নানা কাহিনী শেয়ার করেছেন। এবার সেই একই প্রসঙ্গ উঠেছিল মোজো স্টোরি শোতে। শো চলাকালীন, দর্শকদের মধ্যে কেউ মন্তব্য করেন যে, করণ জোহর অবশ্যই বলিউডের সবচেয়ে উত্তেজনাপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন সদস্য। এরপর করণ প্রশ্নের উত্তরে বলেন, “যদি কেউ আমার এবং আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের গ্রুপে প্রবেশাধিকার পায়, তাহলে আমাকে লন্ডনে পালিয়ে যেতে হবে। আমি আর আমার শহরেও থাকতে পারব না।”
তিনি আরও বলেন, "এই গ্রুপের কথোপকথনগুলি খুব স্পষ্ট এবং সৎ। আমরা ফ্যাশন, সিনেমা সবকিছু নিয়ে আলোচনা করি। মাঝে মাঝে আমাদের কথাগুলি এমন বিশ্লেষণমূলকও হয়ে থাকে যে, তা যদি জনসম্মুখে প্রকাশ পায়, তাহলে আমাকে দেশ ছেড়ে যেতে হবে।"
অতএব, করণের কথায় স্পষ্ট যে, তার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে চলমান আলোচনা ও সমালোচনা কখনোই সাধারণ নয়, বরং তা কিছুটা অপ্রত্যাশিত এবং হাস্যকরও হতে পারে। তবে, করণ কি সত্যিই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেবেন, তা সময়ই বলে দেবে।
রাজু