
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ একই পরিবারের দুই মহিলাসহ তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মুরাদনগরের আকবপুর ইউনিয়নের পড়ই বাড়ি গ্রামের রুবি, জোনাকি ও রাসেল। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এ পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলার আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আবির