মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে এক অবিস্মরণীয় অধ্যায়, যা আমাদের জাতিসত্তা ও স্বাধীনতার মূল ভিত্তি। এই মহান আত্মত্যাগ, লাখো শহীদের রক্ত এবং অগণিত মানুষের সংগ্রাম কখনো ভোলা সম্ভব নয়। ঠিক তেমনি, বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই মাসও তার তাৎপর্যপূর্ণ ঘটনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এই মাসেই ঘটেছিল এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যেখানে তথাকথিত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের জন্য অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছিল।