পুরো জাতিকে মুক্ত করার জন্য একসময় স্লোগান দিয়েছিলেন কুমিল্লার তরুণ আবু বকর সিদ্দিক। কিন্তু আজ সেই আবু বকর স্লোগান তো দূরের কথা, কিছুই উচ্চারণ করতে পারেন না। "হাসিনার পেটোয়া বাহিনী" তার কথা বলার অধিকার, তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছে। সে এখন সব প্রশ্নের জবাবে কেবলই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, দিতে পারে না কোনো উত্তর।