নগরবাউলের কিংবদন্তি জেমসকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তার প্রথম স্ত্রী, চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথি। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সন্তানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। রথির অভিযোগ, জেমস তাদের সন্তানদের কোনো খোঁজ রাখেন না, এমনকি উৎসবের দিনগুলোতেও তাদের খবর নেন না।