সুরের স্রোতধারায় প্রফুল্ল হয় মন-প্রাণ । অশুভ ও অকল্যাণকে দূরে সরিয়ে হৃদয়ে জাগ্রত করে শুভবোধ। বিকশিত করে মননকে। নব নব পত্রপুষ্পে ভরিয়ে তোলে জীবনকে। কল্পনাশক্তির বিকাশ ঘটায়। অন্তরের সূক্ষ্ম অনুভূতিকে স্পর্শ করে উস্কে দেয় মানবিকবোধকে। একই সঙ্গে অপার্থিব এক সুখানুভূতি ছড়িয়ে দেয় চৈতন্যে। তাই সংগীত ছাড়া সভ্যতা যেন বিমর্ষ কিংবা অর্থহীন। আর শনিবার ছিল জীবনের সঙ্গে সংগীতের নিবিড় সংযোগ স্থাপনের অনন্য এক দিন- বিশ্ব সংগীত দিবস।