উপমহাদেশের প্রখ্যাত দুই সংগীত শিল্পী চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় চারটি গান এবার শোনা যাবে এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে। স্যাটেলাইট চ্যানেল আরটিভির জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে গুণী এই দুই শিল্পীর গান পরিবেশন করতে দেখা যাবে লাবণ্যকে।