ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

লাবণ্যের কণ্ঠে চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৩, ১৩ জুলাই ২০২৫

লাবণ্যের কণ্ঠে চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের গান

লাবণ্য

উপমহাদেশের প্রখ্যাত দুই সংগীত শিল্পী চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় চারটি গান এবার শোনা যাবে এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে। স্যাটেলাইট চ্যানেল আরটিভির জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে গুণী এই দুই শিল্পীর গান পরিবেশন করতে দেখা যাবে লাবণ্যকে।

এরইমধ্যে চিত্রা সিংয়ের গাওয়া জনপ্রিয় দুটি গান এবং সাবিনা ইয়াসমিনের গাওয়া জনপ্রিয় দুটি গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের প্রযোজক সৈয়দ নাহিদ জাহাঙ্গীর জানান, আগামী ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আরটিভির পর্দায় ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে জনপ্রিয় চারটি গান দর্শক উপভোগ করতে পারবেন। 
গানগুলো হলো চিত্রা সিং-এর ‘বাঁকা চোখে বলনা’ ও ‘কথা ছিল দেখা হবে’ এবং সাবিনা ইয়াসমিনের ‘আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়’ ও ‘নজর লাগবো বলে’। ইয়াসমিন লাবণ্য বলেন, গুণী এই দুই শিল্পীর গান গাইবার সুযোগ পাওয়াটাও পরম সৌভাগ্যের। ধন্যবাদ জানাই আরটিভি কর্তৃপক্ষ ও এই রাত তোমার অনুষ্ঠানের প্রযোজক সৈয়দ নাহিদ জাহাঙ্গীর ভাইকে আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। যে চারটি গান পরিবেশন করার সুযোগ পেয়েছি চারটি গানই আসলে আমার ভীষণ প্রিয়। সময় সুযোগ পেলে আমি এই গানগুলো পরিবেশন করার চেষ্টা করি। সত্যি বলতে কী আমি এই ঘরানার গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

×