
ছবি: সংগৃহীত
সোনালী ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য বিভিন্ন মেয়াদ ও উদ্দেশ্যভিত্তিক ডিপোজিট স্কিম চালু করেছে। এসব স্কিমে রয়েছে আকর্ষণীয় মুনাফার হার এবং সহজ কিস্তির সুবিধা, যা সঞ্চয়কে করে তুলেছে আরও নিরাপদ ও লাভজনক।
সোনালী সঞ্চয় স্কিমে মাসিক কিস্তি ৫০০ টাকা অথবা এর গুণিতক হিসেবে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়। মেয়াদ ৫ বছর এবং মুনাফার হার ৬.৫০ শতাংশ (চক্রবৃদ্ধি)।
শিক্ষা সঞ্চয় স্কিমে একই কিস্তি কাঠামো এবং মুনাফা প্রযোজ্য হলেও মেয়াদ ১০ বছর।
চিকিৎসা সঞ্চয় স্কিমেও ৬.৫০ শতাংশ চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করা হয়। মাসিক কিস্তি ৫০০ টাকা বা তার গুণিতক এবং মেয়াদ ১০ বছর।
পল্লী সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ১০০০ টাকার কিস্তি রাখা হয়েছে। এটি ৭ বছর মেয়াদি এবং সরল মুনাফা ৬.৫০ শতাংশ।
বিবাহ সঞ্চয় স্কিমে ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কিস্তির সুযোগ রয়েছে। মেয়াদ ১০ বছর এবং মুনাফার হার ৬.৫০ শতাংশ (চক্রবৃদ্ধি)।
অনিবাসী আমানত স্কিম বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য প্রযোজ্য। কিস্তি ৫০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত এবং মেয়াদ ৫ বছর। এই স্কিমে সরল মুনাফার হার ৭.০০ শতাংশ।
সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিমে ৩ থেকে ১৫ বছরের মধ্যে মেয়াদ বেছে নেওয়া যায় এবং সরল হারে ১০ শতাংশ মুনাফা প্রদান করা হয়। এটি ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
মিলিয়নিয়ার স্কিমে ৩ থেকে ২০ বছর মেয়াদি সঞ্চয়ের ব্যবস্থা রয়েছে। মুনাফা চক্রবৃদ্ধি হারে দেওয়া হয়, যার হার ৪-৮ বছরের জন্য ৬.০০ শতাংশ, ৯-১৪ বছরের জন্য ৬.৫০ শতাংশ এবং ১৫-২০ বছরের জন্য ৭.০০ শতাংশ।
স্বাধীন সঞ্চয় স্কিমে প্রাথমিক জমা ১০০০ টাকা। এই স্কিমে সঞ্চয়ী হিসাবের বিদ্যমান মুনাফার সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ হারে মুনাফা প্রদান করা হয়। মেয়াদ ৫ অথবা ১০ বছর।
অনন্যা সোনালী সঞ্চয় স্কিম নারীদের জন্য বিশেষভাবে প্রণীত। মাসিক কিস্তি ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ৩ বছরের জন্য মুনাফা ৯.২৫ শতাংশ এবং ৫ বছরের জন্য ৯.৫০ শতাংশ (সরল হার)।
সোনালী লাখপতি সঞ্চয় স্কিমে ২৬০০ অথবা ৪০০০ টাকার কিস্তি জমা দেওয়া যায়। মেয়াদ ২ বা ৩ বছর। মুনাফা বার্ষিক চক্রবৃদ্ধি হারে যথাক্রমে ৫.০০% ও ৫.৫০%।
সোনালী মাসিক মুনাফা প্রকল্পে ১ লক্ষ টাকা বা এর গুণিতক জমা দিয়ে প্রতি মাসে সরল হারে ৮.২৫ শতাংশ মুনাফা পাওয়া যায়। মেয়াদ ৩ বছর।
সোনালী প্রবাসী মাসিক মুনাফা প্রকল্পে কমপক্ষে ২ লক্ষ টাকা জমা রেখে প্রতি মাসে ৮.৫০ শতাংশ হারে মুনাফা পাওয়া যায়। ১৮ বছর বা তদূর্ধ্ব বাংলাদেশিরা, যারা বিদেশে কর্মরত, তারা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। মেয়াদ ৩ বছর এবং সর্বোচ্চ জমা সীমা ১ কোটি টাকা।
সোনালী ব্যাংকের এসব স্কিম দীর্ঘমেয়াদি সঞ্চয় ও আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য উপযোগী এই প্রকল্পগুলো ব্যক্তি ও পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হতে পারে।
আবির