
ছবি: সংগৃহীত
খেলাফত মজলিস সংযুক্ত আরব আমিরাত শাখার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সফরে কুয়েত আগমন করেছেন।
গত ৯ জুলাই (বুধবার) রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে খেলাফত মজলিস সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন ও জাহেদ আহমদ কুয়েত আগমন করেন।
তাদের এই আগমন উপলক্ষে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুয়েত শাখার—
হাফিজ ওজায়ের আহমদ (সিনিয়র সহ-সভাপতি)
মোহাম্মদ হায়দার আলী (প্রশিক্ষণ সম্পাদক)
মোহাম্মদ ইলিয়াস হুসাইন (বায়তুল মাল সম্পাদক)
হাফিজ মাওলানা মুফতি হোসাইন আদনান, সহ দাওয়াত বিষয়ক সম্পাদক
এবং কুয়েত খেলাফত মজলিসের শীর্ষ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
বিমানবন্দরে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত খেলাফত মজলিস নেতারা কুয়েতে সংগঠনের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন।