ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অপারেশন সিঁদুর নিয়ে স্বীকারোক্তি

ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে যা বললেন শেহবাজ

প্রকাশিত: ০৮:৫৮, ১৪ জুলাই ২০২৫

ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে যা বললেন শেহবাজ

ছবি: সংগৃহীত।

পাক-ভারত সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিল কি না—এমন প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানালেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র শান্তির জন্য, প্রতিরক্ষার জন্য; কোনোভাবেই আগ্রাসনের জন্য নয়।

শনিবার (১২ জুলাই) ইসলামাবাদে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ বক্তব্য দেন। সেখানে জম্মু-কাশ্মিরের পহেলগামে জঙ্গি হামলা, পরবর্তী সামরিক উত্তেজনা এবং পরমাণু সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করেন।

শেহবাজ বলেন, “ভারতের সেনা অভিযানে আমাদের ৫৫ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তানও এর উপযুক্ত জবাব দিয়েছে।” তবে তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শান্তির নীতিতে পরিচালিত হয়। এটি আত্মরক্ষার জন্য, কোনো দেশের ওপর আগ্রাসন চালাতে নয়।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মিরের পহেলগামে জঙ্গি হামলায় ভারতের কয়েকজন সেনা নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি একাধিক প্রতিক্রিয়া জানায়। প্রথমে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে ভারত, পরে ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারতের প্রতিরক্ষা বাহিনী।

এর জবাবে পাকিস্তানও চালায় ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’, যা চলে টানা চার দিন। পরিস্থিতি যখন আরও উত্তপ্ত হয়ে ওঠে, তখন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ মে দুই দেশ সম্মত হয় যুদ্ধবিরতিতে।

দুই দেশেরই পরমাণু শক্তিধর হওয়ায় এই সংঘাত আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, সংঘাত এতটাই তীব্র হয়েছিল যে তা পরমাণু অস্ত্র ব্যবহারের দিকেও গড়াতে পারত। এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন, পরিস্থিতি ছিল ‘পারমাণবিক সংকটের দ্বারপ্রান্তে’।

তবে শেহবাজ শরিফের বক্তব্যে স্পষ্ট, পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার কোনোভাবেই আলোচনায় আসেনি।

নুসরাত

×