
ছবি: সংগৃহীত
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রায়টি ১৮ পৃষ্ঠার।
এর আগে গত ৩০ এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ পাঠ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
এর পেছনে একটি পরিপত্র ঘিরে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছিল। অর্থ মন্ত্রণালয়ের ওই পরিপত্রে বলা হয়েছিল, একই পদে কর্মরত কেউ যদি একাধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পান, তাহলে তিনি নতুন পে স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন না। তবে শুধুমাত্র একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া কর্মচারী মাত্র একটি উচ্চতর গ্রেডের যোগ্য হবেন। এই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে সরকারি কর্মচারীরা হাইকোর্টে একাধিক রিট করেন।
প্রসঙ্গত, সরকার ২০১৫ সালের নতুন জাতীয় বেতন স্কেলে পদোন্নতি ছাড়া কর্মীদের আর্থিক প্রণোদনা নিশ্চিত করতে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড ব্যবস্থার প্রচলন করে। নিয়ম অনুযায়ী, কেউ একই পদে ১০ বছর কর্মরত থাকলে পদোন্নতি না পেলেও তিনি দুটি উচ্চতর গ্রেড পাবেন। তবে এই নিয়ম বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় পরিপত্রের মাধ্যমে সীমাবদ্ধতা আরোপ করলে বিরোধ তৈরি হয়, যা আদালতের রায়ে নিরসন হলো।
শিহাব