ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নৌকা মার্কা নিয়ে বিস্ফোরক পোস্ট, প্রশ্ন তুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত: ২৩:৫৬, ১৫ জুলাই ২০২৫

নৌকা মার্কা নিয়ে বিস্ফোরক পোস্ট, প্রশ্ন তুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জোরালো বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘অভিশপ্ত নৌকা মার্কা’কে কী বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে?

সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই পদক্ষেপকে তিনি গণঅভ্যুত্থানের অবজ্ঞা বলে উল্লেখ করেছেন। তার মতে, এটি যেন গণমানুষের ঘৃণা ও প্রত্যাখ্যানকে "জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখানোর" শামিল।

সজীব বলেন, “কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?”

তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তিনি সরকারে থেকেও এই প্রশ্ন রাখছেন একটি নাগরিক পরিচয় থেকেই। কারণ, নির্বাচন কমিশন কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা।

তিনি সাফ জানান, নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নাই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি।

Jahan

×