ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন ফ্রান্সের রাষ্ট্রদূত

প্রকাশিত: ১৫:৩৬, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৩৬, ১৫ জুলাই ২০২৫

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন ফ্রান্সের রাষ্ট্রদূত

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপে আশাবাদ প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে। তিনি বলেন,
"আমি আশাবাদী যে নির্বাচন কমিশন ভালো কাজ করবে। এটি তাদের স্পষ্ট উদ্দেশ্য। তাই আমরা আশা করি নির্বাচনটি যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক হবে।"

তবে তিনি উল্লেখ করেন, একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ — এবং সে দলের কিছু নেতা বিচারের সম্মুখীন না হওয়া ও দলটির আত্মসমালোচনা না করায় তাদের অংশগ্রহণ এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন,
"এই সংগঠনটি নিজেকে সংস্কার না করা পর্যন্ত, ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং এর কিছু নেতার বিচার না হওয়া পর্যন্ত তাদের জন্য নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে।"

তবে তিনি এটাও বলেন যে, নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নির্ভর করবে নাগরিকদের অংশগ্রহণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের, এমনকি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের ওপর।
"নাগরিকদের অংশগ্রহণ, ছোট-বড় সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ থাকলে নির্বাচনের অন্তর্ভুক্তিমূলকতা আরও বাড়বে।"

রাষ্ট্রদূত আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "ড. ইউনূসের দূরদর্শী নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে, এবং আমরা এই উদ্যোগকে সমর্থন করি। সম্ভব হলে ইউরোপীয় পর্যবেক্ষক দল পাঠানোর কথাও ভাবা হচ্ছে, কারণ বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ একটি দেশ — এখানে নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে ও সঠিকভাবে হয়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
 

তথ্যসূত্রঃ https://youtu.be/cbZCbvKtZZQ?si=hBmoou6WKYnTbIxk

 
 

মারিয়া

আরো পড়ুন  

×